মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

মাদকাসক্ত ছেলেকে হাজতে দিতে ইউএনওর কাছে মায়ের আবেদন

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ২২ বছর বয়সী মাদকাসক্ত ছেলে আল আমিনকে জেলহাজতে দিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন এক মা। ছেলের মারপিট ও অত্যাচারে অতিষ্ঠ হয়ে গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে লিখিত অভিযোগ করেন ছেলেটির মা আলেতান বেগম। উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম উদাখালী গ্রামের আবদুল মান্নানের স্ত্রী আলেতান বেগম বলেন, আমাদের ছেলে আল আমিনকে কষ্ট করে এসএসসি পর্যন্ত লেখাপড়া করাই। তারপর সে ঢাকায় ইটভাটায় কাজ করত। তাকে ভালো মেয়ে দেখে বিয়েও দেই। কিন্তু এলাকার মাদকাসক্ত বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে সে নেশাগ্রস্ত হয়ে পড়ে। নেশাগ্রস্ত হয়ে বউকে মারপিট করায় সে সংসারও ভেঙে গেছে। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, একসময় ছেলে খুব ভালো ছিল। পাঁচ ওয়াক্ত নামাজও পড়ত।

কিন্তু তার নেশার টাকার জোগান দিতে আমার দিনমজুর বৃদ্ধ স্বামী আবদুল মান্নান (৭০) এ বয়সেও কাজ করতে বাধ্য হয়। আল আমিনকে নেশার টাকা দিতে না পারলে সে বাড়িতে ভাঙচুর করে। পরিবারের সবাইকে মারধর করে। তার অত্যাচারে আমরা অতিষ্ঠ। তাই ওকে ভালো করার জন্য জেলহাজতে দিতে চাই। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, বিষয়টি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসকে জানানো হয়েছে। তদন্তসাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর