চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রী ও কিশোরী মেয়েসহ চারজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার খাসকররা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সদর উদ্দিনের ছেলে আবদুল ওয়াদুদ, তাঁর স্ত্রী দারকিনা বেগম, মেয়ে বর্ষা খাতুন ও প্রতিবেশী ওহিদুল ইসলাম। স্থানীয় ইউপি সদস্য আলমগীর হোসেন জানান, খাসকররা গ্রামের ছদর উদ্দিনের ছেলে ওয়াদুদের সঙ্গে তার ভাইদের জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে মঙ্গলবার রাতে আবদুল মোতালেবের ছেলে রাকিব হাসান ও কাছেদ আলীর ছেলে সোহেল আহমেদ চাচা আবদুল ওয়াদুদকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। ওয়াদুদের স্ত্রী দারকিনা বেগম, মেয়ে বর্ষা খাতুন ও প্রতিবেশী ওহিদুল ইসলাম ঠেকাতে গেলে তাদেরও এলোপাতাড়ি কোপানো হয়। রাতেই আহতদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।