শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

অসময়ে বাজারে কাঁচা আম, কেজি ৩০০ টাকা

কক্সবাজার প্রতিনিধি

অসময়ে বাজারে কাঁচা আম, কেজি ৩০০ টাকা

সাধারণত চৈত্রের শেষ কিংবা বৈশাখের শুরুতে হাট-বাজারে কাঁচা আমের দেখা মেলে। এবার মাঘের শুরুতেই কক্সবাজারের টেকনাফের বিভিন্ন হাটে বিক্রি হচ্ছে কাঁচা আম। অসময়ে এ ফল বাজারে আসায় বিক্রি হচ্ছে চড়া দামে। প্রতি কেজি আমের দাম ৩০০ টাকা। টেকনাফ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শহিউল আলম কুতুবী বলেন, মাঘ মাসেই টেকনাফের হাট-বাজারে কাঁচা আম এসেছে। আবহাওয়ার কারণে এমন হতে পারে। অসময়ে ফলের বিষয়টি চাষিদের উৎসাহী করছে। কৃষি বিভাগ জানায়, টেকনাফ সদরের লেঙ্গুঁববিল, হাতিয়ারঘোনা, মিঠাপানির ছড়া, নতুন পল্লানপাড়া, শাহপরীর দ্বীপ উত্তরপাড়া, বাহারছড়ার নোয়াখালীয়াপাড়া, কচ্ছপিয়া, বাইন্যাপাড়াসহ বিভিন্ন এলাকার কিছু আম গাছে কয়েক বছর ধরে আমের আগাম ফলন হচ্ছে। বিভিন্ন সময় এসব গাছ থেকে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাতে টেকনাফ বাসস্ট্যান্ডে দেখা যায়, ফুটপাতে কাঁচা আম বিক্রি করছেন কয়েকজন।

 

সর্বশেষ খবর