ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝখানে একাধিক বিদ্যুতের খুঁটি রেখেই প্রশস্ত ও পাকাকরণ কাজ শেষ করা হয়েছে। শহরের পশ্চিম খাবাসপুরের চরকমলাপুর ব্রিজের কাছে কালীমন্দির থেকে মেডিকেল কলেজের উত্তরে বড়বাড়ি পর্যন্ত আছিরউদ্দিন সড়কের মাঝখানে রয়ে গেছে বিদ্যুতের খুঁটিগুলো। গত ৩ ফেব্রুয়ারি এ সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। জানা যায়, পৌরসভার পক্ষ থেকে চিঠি দিয়ে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের কথা জানালেও সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিকাদারও সড়কের মাঝখানে খুঁটিগুলো রেখেই কাজ শেষ করেছেন। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি সড়কও সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কটিতে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই করার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাছাড়া যানবাহন চলাচলেও মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। স্থানীয় একাধিক ব্যক্তি রাস্তার মাঝখানে এভাবে খুঁটি রেখে সড়ক প্রশস্ত করার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ফরিদপুরের অফিস বরাবর এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করছেন খুঁটি সরিয়ে নিতে। খুঁটিগুলো সরানোর পর ওই স্থানে আবারও নতুন করে রাস্তা সংস্কার করা হবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুরের পরিচালক ও সংরক্ষণ সার্কেল আমিনুর রহমান বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খুঁটিগুলো দ্রুত সরানোর চেষ্টা চলছে।
শিরোনাম
- শান্তি প্রস্তাব মেনে নিতে ইউক্রেনকে সময় বেঁধে দিলেন ট্রাম্প
- মামদানিকে ট্রাম্পের অভিনন্দন, বৈঠককে বললেন ‘দারুণ ও ফলপ্রসূ’
- ফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ
- ইন্দোনেশিয়ায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০
- বিএনপির রাজনীতিতে সব ধর্মের প্রতি সম্মান আছে : এ্যানী
- আমরা কোন রাজনীতির কথা ভাবছি
- রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের সামনে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, পুড়ল দোকান
- ঢাকায় ভূমিকম্পে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের সমবেদনা
- ভূমিকম্পে ঢাকায় ক্ষতিগ্রস্ত ভবনের তালিকা প্রকাশ
- নারায়ণগঞ্জ জেলায় ভূমিকম্পে শিশুর মৃত্যু, আহত ২৪
- যাত্রাবাড়ীতে নবীউল্লাহ নবীর গণসংযোগ
- রাজধানীতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি
- ‘তথ্য প্রমাণের ভিত্তিতে হাসিনার বিচার হয়েছে, তবে আপিলের সুযোগ আছে’
- পোস্টাল ভোটিং: দুই দিনে সাড়ে ৬ হাজার নিবন্ধন
- একসঙ্গে সহকারী অধ্যাপক হলেন ১৮৭০ শিক্ষক
- হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য নতুন সতর্কবার্তা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী জেলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে
- রাজশাহীতে বদ্ধ ঘর থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
- ‘ঢাকার পুরনো ভবনগুলোর ৯০ শতাংশ বিল্ডিং কোড না মেনে নির্মিত’
- ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১০