ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝখানে একাধিক বিদ্যুতের খুঁটি রেখেই প্রশস্ত ও পাকাকরণ কাজ শেষ করা হয়েছে। শহরের পশ্চিম খাবাসপুরের চরকমলাপুর ব্রিজের কাছে কালীমন্দির থেকে মেডিকেল কলেজের উত্তরে বড়বাড়ি পর্যন্ত আছিরউদ্দিন সড়কের মাঝখানে রয়ে গেছে বিদ্যুতের খুঁটিগুলো। গত ৩ ফেব্রুয়ারি এ সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। জানা যায়, পৌরসভার পক্ষ থেকে চিঠি দিয়ে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের কথা জানালেও সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিকাদারও সড়কের মাঝখানে খুঁটিগুলো রেখেই কাজ শেষ করেছেন। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি সড়কও সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কটিতে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই করার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাছাড়া যানবাহন চলাচলেও মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। স্থানীয় একাধিক ব্যক্তি রাস্তার মাঝখানে এভাবে খুঁটি রেখে সড়ক প্রশস্ত করার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ফরিদপুরের অফিস বরাবর এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করছেন খুঁটি সরিয়ে নিতে। খুঁটিগুলো সরানোর পর ওই স্থানে আবারও নতুন করে রাস্তা সংস্কার করা হবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুরের পরিচালক ও সংরক্ষণ সার্কেল আমিনুর রহমান বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খুঁটিগুলো দ্রুত সরানোর চেষ্টা চলছে।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাই
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর