ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝখানে একাধিক বিদ্যুতের খুঁটি রেখেই প্রশস্ত ও পাকাকরণ কাজ শেষ করা হয়েছে। শহরের পশ্চিম খাবাসপুরের চরকমলাপুর ব্রিজের কাছে কালীমন্দির থেকে মেডিকেল কলেজের উত্তরে বড়বাড়ি পর্যন্ত আছিরউদ্দিন সড়কের মাঝখানে রয়ে গেছে বিদ্যুতের খুঁটিগুলো। গত ৩ ফেব্রুয়ারি এ সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। জানা যায়, পৌরসভার পক্ষ থেকে চিঠি দিয়ে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের কথা জানালেও সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিকাদারও সড়কের মাঝখানে খুঁটিগুলো রেখেই কাজ শেষ করেছেন। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি সড়কও সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কটিতে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই করার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাছাড়া যানবাহন চলাচলেও মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। স্থানীয় একাধিক ব্যক্তি রাস্তার মাঝখানে এভাবে খুঁটি রেখে সড়ক প্রশস্ত করার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ফরিদপুরের অফিস বরাবর এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করছেন খুঁটি সরিয়ে নিতে। খুঁটিগুলো সরানোর পর ওই স্থানে আবারও নতুন করে রাস্তা সংস্কার করা হবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুরের পরিচালক ও সংরক্ষণ সার্কেল আমিনুর রহমান বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খুঁটিগুলো দ্রুত সরানোর চেষ্টা চলছে।
শিরোনাম
- স্থায়ী ২২ বিচারপতির শপথ আজ
- ঢাকা-১৮ আসনে ধানের শীষের পক্ষে গণমিছিল
- আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- রাজধানীতে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন
- দিল্লির গাড়ি বিস্ফোরণ কি আত্মঘাতী হামলা ছিল?
- ৩৮০০ শিশুর হার্ট সার্জারিতে অবদান : মানবসেবায় রেকর্ড জনপ্রিয় গায়িকার
- রুদ্ধশ্বাস জয়ে শ্রীলঙ্কাকে ৬ রানে হারালো পাকিস্তান
- শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: ২ শ্যুটারসহ গ্রেফতার ৫
- গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা
- রাবির হলে গাঁজা সেবনকালে ৭ শিক্ষার্থী আটক
- ইসলামে আখলাকে হাসানার গুরুত্ব
- কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার
- জবিতে সংঘর্ষের ঘটনায় চার শিক্ষার্থী বহিষ্কার
- ডিপফেক চিনবেন যেভাবে
- বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মহাসচিব মারা গেছেন
- মুশফিককে সরিয়ে স্টাম্পিংয়ের রেকর্ড লিটনের
- নাশকতার শঙ্কায় দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
- হাই কোর্টে স্থায়ী হলেন অভ্যুত্থানের পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি
- ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন বাণিজ্য উপদেষ্টা
- শিল্পকলায় ‘সুড়ঙ্গ’
সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাই
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর