ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝখানে একাধিক বিদ্যুতের খুঁটি রেখেই প্রশস্ত ও পাকাকরণ কাজ শেষ করা হয়েছে। শহরের পশ্চিম খাবাসপুরের চরকমলাপুর ব্রিজের কাছে কালীমন্দির থেকে মেডিকেল কলেজের উত্তরে বড়বাড়ি পর্যন্ত আছিরউদ্দিন সড়কের মাঝখানে রয়ে গেছে বিদ্যুতের খুঁটিগুলো। গত ৩ ফেব্রুয়ারি এ সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। জানা যায়, পৌরসভার পক্ষ থেকে চিঠি দিয়ে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের কথা জানালেও সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিকাদারও সড়কের মাঝখানে খুঁটিগুলো রেখেই কাজ শেষ করেছেন। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি সড়কও সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কটিতে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই করার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাছাড়া যানবাহন চলাচলেও মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। স্থানীয় একাধিক ব্যক্তি রাস্তার মাঝখানে এভাবে খুঁটি রেখে সড়ক প্রশস্ত করার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ফরিদপুরের অফিস বরাবর এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করছেন খুঁটি সরিয়ে নিতে। খুঁটিগুলো সরানোর পর ওই স্থানে আবারও নতুন করে রাস্তা সংস্কার করা হবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুরের পরিচালক ও সংরক্ষণ সার্কেল আমিনুর রহমান বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খুঁটিগুলো দ্রুত সরানোর চেষ্টা চলছে।
শিরোনাম
- ই-পারিবারিক আদালত দুর্নীতি কমাবে, সময়ও বাঁচাবে: আইন উপদেষ্টা
- পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩
- কাক দিয়ে শহর পরিষ্কার? সুইডিশ প্রকল্পের ভবিষ্যৎ কী?
- ফকির-বাউলদের ওপর জুলুম বন্ধের আহ্বান তথ্য উপদেষ্টার
- শ্রবণ সমস্যা সমাধানে ইয়ারবাডের ব্যবহার বাড়ছে বিশ্বজুড়ে
- ৪০ বছর বয়সেও বাইসাইকেল কিকে রোনালদোর গোল, বড় জয় আল-নাসরের
- খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক
- গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি
- ট্রাম্পের সৌদি প্রীতি, ইসরায়েল কি কোণঠাসা?
- কেমন থাকতে পারে আজকের ঢাকার আবহাওয়া
- নির্বাচনের পর গাম্বিয়ায় পালিয়েছেন ক্যামেরুনের বিরোধী নেতা
- নিকট ভবিষ্যতে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা রয়েছে
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- আজ ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৪ নভেম্বর)
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার