ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ একটি সড়কের মাঝখানে একাধিক বিদ্যুতের খুঁটি রেখেই প্রশস্ত ও পাকাকরণ কাজ শেষ করা হয়েছে। শহরের পশ্চিম খাবাসপুরের চরকমলাপুর ব্রিজের কাছে কালীমন্দির থেকে মেডিকেল কলেজের উত্তরে বড়বাড়ি পর্যন্ত আছিরউদ্দিন সড়কের মাঝখানে রয়ে গেছে বিদ্যুতের খুঁটিগুলো। গত ৩ ফেব্রুয়ারি এ সড়কের সংস্কার কাজ শেষ হয়েছে। জানা যায়, পৌরসভার পক্ষ থেকে চিঠি দিয়ে বিদ্যুতের খুঁটিগুলো অপসারণের কথা জানালেও সংশ্লিষ্ট বিভাগ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ঠিকাদারও সড়কের মাঝখানে খুঁটিগুলো রেখেই কাজ শেষ করেছেন। এতে দুর্ঘটনার আশঙ্কার পাশাপাশি সড়কও সংকুচিত হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কটিতে বিদ্যুতের খুঁটি রেখে ঢালাই করার ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা বেশি দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাছাড়া যানবাহন চলাচলেও মারাত্মক প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। স্থানীয় একাধিক ব্যক্তি রাস্তার মাঝখানে এভাবে খুঁটি রেখে সড়ক প্রশস্ত করার বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। এ ব্যাপারে ফরিদপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শামসুল আলম বলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ফরিদপুরের অফিস বরাবর এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছিল। তারা চেষ্টা করছেন খুঁটি সরিয়ে নিতে। খুঁটিগুলো সরানোর পর ওই স্থানে আবারও নতুন করে রাস্তা সংস্কার করা হবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফরিদপুরের পরিচালক ও সংরক্ষণ সার্কেল আমিনুর রহমান বলেন, আমি এখানে নতুন যোগদান করেছি। বিষয়টি নিয়ে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। খুঁটিগুলো দ্রুত সরানোর চেষ্টা চলছে।
শিরোনাম
- সহজ জয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন
- কদাকার বিষোদ্গার : ছাড় নেই সেনাবাহিনীরও
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি?
- বাতিল হতে যাচ্ছে ১২৭ ‘জুলাই যোদ্ধার’ গেজেট
- ৪ হাজার কোটি টাকার মিল হাতিয়ে নেন পানির দরে
- হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টসের বিরুদ্ধে বিপুল কর ফাঁকির অভিযোগ
- মেলিসায় বিপর্যস্ত জ্যামাইকা, ক্যারিবীয় অঞ্চলে নিহত ৭
- ভারতে আঘাত হানলো ঘূর্ণিঝড় মোন্থা
- রেকর্ড ২৭১ দিন শূকরের কিডনি নিয়ে বেঁচে ছিলেন অ্যান্ড্রুজ
- চ্যাটজিপিটিতে ব্যবহার করা যাবে জনপ্রিয় একাধিক অ্যাপ
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
সড়কের মাঝখানে বিদ্যুতের খুঁটি রেখেই ঢালাই
কামরুজ্জামান সোহেল, ফরিদপুর
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর