রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুরে বোরো চারা রোপণের ধুম

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে মাঠে মাঠে বোরো চারা রোপণে ধুম পড়েছে। কোথাও কৃষক আর কৃষিশ্রমিকরা চারা উত্তোলন করছেন। কোথাও রোপণ বা জমি প্রস্তুত করার কাজে ব্যস্ত সময় পার করছেন। সাধারণত পৌষের শেষেই দিনাজপুর অঞ্চলে বোরো চারা রোপণ শুরু হলেও এবার কুয়াশা-শীতের কারণে একটু দেরিতে মাঠে নেমেছেন কেউ কেউ। এবার কৃষক আমন ধানের ভালো দাম পেয়েছেন। আবহাওয়া অনুকূলে থাকলে জেলায় এ বছর বোরো চাষও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

সার-কীটনাশকের কোনো সংকট নেই বলে জানিয়েছে জেলা কৃষি বিভাগ।

সর্বশেষ খবর