চাঁপাইনবাবগঞ্জের বেতবাড়িয়া এলাকা থেকে বার্ষিক বনভোজনের নামে গোপন বৈঠক করার অভিযোগে জামায়াতের ২০ কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল বিকালে তাদের আটক করা হয়। জানা গেছে, গতকাল সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বেতবাড়িয়া এলাকার ফাঁকা মাঠে মাদরাসা শিক্ষার্থীদের ব্যানারে বার্ষিক বনভোজন করা হচ্ছিল। জামায়াত বনভোজনের নামে বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। দীর্ঘক্ষণ পর ২০ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। এ সময় পুলিশ গণমাধ্যম কর্মীদের তথ্য দিতে অপারগতা প্রকাশ করে।
সদর মডেল থানার ওসি এ কে এম আলমগীর জাহান জানান, ঘটনাস্থল থেকে ২০ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে। পরে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আটকদের মধ্যে জামায়াতের উল্লেখযোগ্য কোনো নেতা নেই বলে জানান ওসি।