বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

তিন শিক্ষার্থীসহ নিহত ১০

প্রতিদিন ডেস্ক

তিন শিক্ষার্থীসহ নিহত ১০

দেশের দশ জেলার বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী ও এক শিশুসহ ১০ জন নিহত হয়েছেন। গতকাল নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

খুলনা : মহানগরীর বৈকালী এলাকায় এন পরিবহনের একটি বাসের চাপায় জুবায়ের হোসেন প্রিয় (২৩) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক বাসটি ভাঙচুর করেছেন। এ সময় খুলনা-যশোর মহাসড়কে কিছু সময়ের জন্য যানচলাচল বন্ধ থাকে। নিহত জুবায়ের নগরীর ছোট বয়রা মার্কেট রোডের জাকির হোসেনের ছেলে।

বগুড়া : শেরপুর উপজেলার আন্দিকুমড়া পূর্বপাড়া দুপুরে ট্রাকচাপায় মায়া খাতুন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মায়া ওই গ্রামের মেরাজুল ইসলামের মেয়ে।

ময়মনসিংহ : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সড়কের গর্তে মোটরসাইকেল উল্টে মোরশেদুল ইসলাম ওরফে ইফতি নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের প্রথমবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পঞ্চগড় : তেঁতুলিয়া উপজেলার মাগুরমারী চৌরাস্তা বাজারে গতকাল ট্রাকের ধাক্কায় উজ্জ্বল আলী (৩৩) নামের এক ওষুধ কোম্পানির কর্মকর্তা নিহত হয়েছেন।

গাইবান্ধা : সুন্দরগঞ্জ উপজেলার বেলকা-গাইবান্ধা সড়কের শান্তির মোড়ে দুপুরে ইজিবাইকের ধাক্কায় হাসনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।

জয়পুরহাট : কালাই উপজেলার পাঠানপাড়া-মোসলেমগঞ্জ সড়কে সকালে ভটভটি খাদে পড়ে আবদুল মোমিন (৪০) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

দিনাজপুর : দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের ঘোড়াঘাট এলাকায় সোমবার রাতে রাস্তা পারাপারের সময় পিকনিক বাসের ধাক্কায় রেনতুস হেমব্রোম নামে এক যুবক নিহত হয়েছেন।

নরসিংদী : ঢাকা-সিলেট মহাসড়কের সৃষ্টিগর এলাকায় বাসচাপায় আবদুস সাত্তার (২৫) নামে এক ওয়ার্কশপ শ্রমিক নিহত হয়েছেন।

নেত্রকোনা : পূর্বধলায় জারিয়া-বিরিশিরি সড়কে দুপুরে বালুবাহী ড্রাম ট্রাকের চাপায় সমলা খাতুন (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : রূপগঞ্জ উপজেলা পরিষদ চত্বরের শহীদ বেদিতে ফুল দিয়ে ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত হয়েছে আতিকুল (১৭) নামে এক স্কুলছাত্র। দুর্ঘটনায় তার বন্ধু সাব্বির গুরুতর আহত হয়। আতিকুল মুশুরী গ্রামের আবদুল মান্নানের ছেলে।

চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ওই ট্রাকের চালক ও চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন।

সর্বশেষ খবর