নওগাঁয় বাস ও অটোভ্যানের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে ভাই-বোন ও ঢাকার ধামরাইয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নওগাঁ : পত্নীতলায় যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নজিপুর-ধামইরহাট সড়কের আমবাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শানজিদা খাতুন (২৬), শরিফা খাতুন (৪৫) ও মিজানুর রহমান (৪৫)।
সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের কুড়ালিয়ায় ট্রাকচাপায় অটোরিকশায় থাকা ভাই-বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল দুপুরে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন, মুকুল (২৫) ও লিপি খাতুন (২৮)।
ধামরাই : ঢাকার ধামরাইয়ে গতকাল বিকালে মাটিবোঝাই ড্রাম ট্রাকচাপায় ইমরান হোসেন (২৮) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় ইমরানের বন্ধু মোটরসাইকেল আরোহী সিফাত আহম্মেদ গুরুতর আহত হয়েছেন।