আজ ২৮ ফেব্রুয়ারি কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির দফতরে তান্ডবের ১০ বছর। ২০১৩ সালের এই দিনে কানসাটে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির দফতরে নাশকতা চালায় জামায়াত-শিবির কর্মীরা। পুড়িয়ে দেওয়া হয় পল্লী বিদ্যুতের স্টেশন। লুটপাট করা হয় অফিসের কোয়ার্টারে। এতে প্রায় ৪০০ কোটি টাকার সরঞ্জাম পুড়ে যাওয়াসহ ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনার ১০ বছর পার হলেও শেষ হয়নি মামলার বিচারিক কার্যক্রম। সাক্ষ্য-প্রমাণ চলমান থাকায় দ্রুত বিচার কার্যক্রম শেষ হবে বলে আশা করছেন সরকার পক্ষের আইনজীবী। ওই সময় কানসাটে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতর ছিল। তান্ডবের পর অফিসটি জেলা শহরের নয়াগোলা এলাকায় আনা হয়। ক্ষতিগ্রস্ত ভবনটির দেয়ালের দাগ রঙের প্রলেপে মুছে গেলেও, মন থেকে মুছেনি সে দিনের তান্ডবলীলার দৃশ্য। রেহাই পায়নি জেলা শহরের রেহাইচরে জেলা শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন স্থান। জানা যায়, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায় হয়। এ খবর পাওয়ার পরই কানসাট পল্লী বিদ্যুৎ সমিতির সদর দফতরে ভাঙচুর, বিদ্যুৎ সরবরাহের প্লান্টসহ ট্রান্সফরমার পুড়িয়ে দেওয়ার পাশাপাশি ব্যাপক লুটপাট ও ধ্বংসলীলা চালায় জামায়াত-শিবির কর্মীরা। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী ছানোয়ার হোসেন বলেন, ভয়াবহ হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় তৎকালীন এজিএম রেজাউল করিম বাদী হয়ে তিনটি মামলা দায়ের করেন। ১০ বছর ধরে এ মামলা চলমান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড সভাপতি পলাশ উদ্দিন জানান, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ চালিয়েছিল তাদের শাস্তি নিশ্চিত হলে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার আর কেউ সাহস পাবে না। চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আইনজীবী আবদুল হামিদ জানান, এ ঘটনায় তখন পাঁচটি মামলা দায়ের করা হয়। এর মধ্যে তিনটি মামলা খারিজ হয়ে যায়। বাকি দুটি চলমান রয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা বলেন, সাক্ষীদের জেরা করা হয়েছে। যারা রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছে, তারা যেন অবশ্যই শাস্তি পায়।
শিরোনাম
- শুক্রবার মামদানির সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত?
- তিন নির্বাহী ম্যাজিস্ট্রেট চাকরিচ্যুত
- মুশফিক ছাড়াও শততম টেস্টে শতক হাঁকিয়েছেন যারা
- শততম টেস্টে শতক হাঁকালেন মুশফিক
- প্রথম মরক্কান হিসেবে আফ্রিকার বর্ষসেরা হাকিমি
- ভারতকে হারিয়ে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগুলো বাংলাদেশে
- ভারতের সঙ্গে পূর্ণমাত্রায় যুদ্ধ শুরুর আশঙ্কা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
- জাতীয় পুনর্জাগরণের নেতা
- চিড়িয়াখানায় ঠাঁই হলো সেই মুখপোড়া হনুমানের
- তত্ত্বাবধায়ক ফেরা প্রশ্নে আপিলের রায় আজ
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
এখনো শেষ হয়নি মামলার বিচারিক কার্যক্রম
কানসাট তান্ডবের ১০ বছর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর