মোটরসাইকেল চলাচলে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবিত বিভিন্ন নীতিমালা অযৌক্তিক ও জনবিরোধী দাবি করে সংশোধন দাবিতে মানববন্ধন করেছেন দিনাজপুরের চালকরা। গতকাল সকালে দিনাজপুর প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, শহরে ৩০ কিলোমিটারের কম গতিতে বাইক চলাচল, মহাসড়কে আরোহী পরিবহন করা যাবে না, মহাসড়কে ১২৬ সিসির কম ক্ষমতার মোটরসাইকেল চলতে পারবে না।
ঈদ-পূজার আগে পড়ে ১০ দিন মহাসড়কে বাইক চলাচল নিষিদ্ধ- এসব নীতিমালা গ্রহণযোগ্য নয়। তাদের দাবি মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণের নামে এ নীতিমালা বাস্তবায়ন হলে হাজার হাজার কোটি টাকার শিল্প ধংস হয়ে যাবে। পদ্মা সেতুতেও মোটরসাইকেল চলাচল সচল রাখার দাবি জানান বক্তারা।