রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

সড়কের পাশে পড়ে ছিল সরকারি ওষুধ

মাদারীপুর প্রতিনিধি

সড়কের পাশে পড়ে ছিল সরকারি ওষুধ

মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে সরকারি ওষুধ। এতে ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মধ্যে। সূত্র জানায়, মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা শ্রীনদি সড়কের কাঁঠালের ব্রিজসংলগ্ন দারাদিয়া এলাকার সড়কের পাশে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে ভিটামিন ‘এ’ ক্যাপসুলসহ বিপুল পরিমাণ সরকারি ওষুধ। বৃহস্পতিবার থেকে এসব ওষুধ পড়ে থাকতে দেখা গেছে। রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রদীপ চন্দ্র ম ল বলেন, ‘এতগুলো ওষুধ এক সঙ্গে রাস্তার পাশে পড়ে থাকা, ভাবনার বিষয়। কারণ, এতগুলো ওষুধ একটি কমিউনিটি ক্লিনিক কখনোই একবারে পায় না। ওষুধগুলো কোথা থেকে এসেছে, কীভাবে এসেছে, তা তদন্ত করা হবে। মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ বলেন, বিষয়টি তদন্ত করার জন্য রাজৈর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর