শিরোনাম
রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

বীরগঞ্জে ১১ ঘর পুড়ে ছাই

দিনাজপুর প্রতিনিধি

বীরগঞ্জে অগ্নিকাণ্ডে দুটি পরিবারের ১১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার গভীর রাতে বীরগঞ্জ উপজেলার দক্ষিণ নওপাড়া (ঝড়ু পাড়া) গ্রামের এই ঘটনা ঘটে। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা মেরাজ হোসেন বলেন, মশা তাড়ানোর জন্য গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে রাখে হাবিবুর রহমান। গভীর রাতে কয়েলের আগুন গোয়াল ঘরের বেড়ায় লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে।

আগুনে মাহাবুব ও হাবিবুরের ১১টি ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর