বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

মাদারীপুর-ঢাকা রুটে বাস ভাড়া বৃদ্ধি

মাদারীপুর প্রতিনিধি

হঠাৎ করেই মাদারীপুর-ঢাকা রুটের যাত্রীবাহী বাস ভাড়া বৃদ্ধি করায় ক্ষুব্ধ সাধারণ যাত্রীরা। পূর্বে মাদারীপুর-ঢাকা রুটের নির্ধারিত ভাড়া ছিল ৩০০ টাকা। গত দুই সপ্তাহ থেকে বাস ভাড়া ১০০ টাকা বাড়িয়েছে বাস মালিক সমিতি। এতে করে ক্ষুব্ধ সাধারণ যাত্রী। যাত্রীদের দাবি, প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়ছে সাধারণ মানুষ। দ্রুতই বাস ভাড়া কমানোর দাবি তাদের। তবে বিআরটিএর কর্মকর্তার দাবি সরকার নির্ধারিত ভাড়াই আদায় করছে বাস মালিকরা। আন্তঃজেলা বাস মালিক সমিতির সভাপতি কামরুল হাসান জানান, ৪০০ টাকা ভাড়া আগেই নির্ধারণ করা ছিল। মাদারীপুর জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, অতিরিক্ত ভাড়া নিলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর