রবিবার, ১২ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জয়পুরহাটে লোকসংগীত উৎসব

জয়পুরহাট প্রতিনিধি

এক সময়ের বিমোহিত করা পল্লীগান ‘কলকল ছলছল নদী করে টলমল’সহ প্রায় ৩০০ গানের গীতিকার-সুরকার এ কে এম আবদুল আজিজ ছিলেন জয়পুরহাটের সন্তান। ১৯২২ সালের ২৮ ডিসেম্বর জয়পুরহাটে জন্মগ্রহণ করেন তিনি। প্রথিতযশা এই সংগীতপ্রেমীর স্মরণে আয়োজন করা হয় এ কে এম আবদুল আজিজ জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে গত শুক্রবার শুরু হয় দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব। শহীদ ডা. আবুল কাসেম ময়দানে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট লোকসংস্কৃতি ও গবেষক ড. জেসমিন বুলি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, পুলিশ সুপার নূরে আলম, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা শামছুল আলম, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের লোকসংগীত বিভাগের প্রধান ড. কমল খালিদ, ভারতের ত্রিপুরা ফোক একাডেমির সাধারণ সম্পাদক, বিশিষ্ট ভাওয়াইয়া শিল্পী উত্তম কুমার সাহাসহ প্রমুখ। এ আয়োজনে গান পরিবেশন করতে  উৎসবে এসেছেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম, পল্লীগীতি শিল্পী আবদুল আলীম কন্যা নূরজাহান আলীম, সুরকার-গীতিকার আবদুল আজিজ কন্যা ভাওয়াইয়া শিল্পী নাদিরা বেগম, ভাওয়াইয়া শিল্পী আমেনা খাতুন প্রমুখ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর