বুধবার, ১৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা

চাঁপাইয়ে পাঁচ গুণী পেলেন শিল্পকলা সম্মাননা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে শিল্প ও সংস্কৃতি বিকাশে অসামান্য অবদানে পাঁচ গুণী শিল্পী ও একটি সৃজনশীল সাংস্কৃতিক সংগঠনকে শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর ড. শংকর কুমার, প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, অ্যাড. মো. আবদুস সামাদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিম উদ দৌলা চৌধুরী প্রমুখ।

এর আগে প্রধান অতিথি সম্মাননাপ্রাপ্তদের উত্তরীয়, ২০ হাজার টাকার চেক, মেডেল ও সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, ২০২২ সালে সম্মাননাপ্রাপ্তরা হলেন- লোকসংস্কৃতি আলকাপে মো. লুৎফর রহমান সরকার, কণ্ঠসংগীতে হাফিজুর রহমান কাজল, নাট্যকলায় আজিজুর রহমান শিশির, যন্ত্রশিল্পী মাদলে শ্রী হিরালাল কোল ও সৃজনশীল সাংস্কৃতিক সংগঠক গোলাম ফারুক মিথুন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করা হয়।

সর্বশেষ খবর