বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

গরিবের ওপর আঘাত হলে প্রতিবাদ করি

শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান বলেছেন, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করলেন নারায়ণগঞ্জে নৌকা মার্কা নিয়ে নির্বাচিত এক জনপ্রতিনিধি, আমাদের যে পরিচ্ছন্নতাকর্মী তারা তাদের কষ্টের কথা বলতে ওই জনপ্রতিনিধির কাছে গিয়েছিলেন। আমাকে প্রশ্নটা এমনভাবে করা হলো যে, ভোটের আগে তো সবাইকে বাপ-মা বলে অভিহিত করেন, ভোটের পরে তুইতুকারী করলেন কেন। তাদের বলা হয়েছে যে, ‘ভাত খাইতে ভাত পাছ না, তুই ফোন পাছ কইত্থেকা।’ আমি লজ্জা পেয়েছি। কারণ অন্তত জননেত্রী শেখ হাসিনার আমলে কেউ ভাত না খেয়ে মরে নাই। আমি তাদের ধন্যবাদ জানাই যে তারা এই প্রশ্ন করেন নাই যে, ট্যাক্সের ফাইলে টাকা না থাকলে এত বড় বড় বাড়ি-ঘরে থাকেন কেমনে। যখনই গরিব মানুষের ওপর আঘাত হয় আমি প্রতিবাদ করি, সে যে দলেরই হোক না কেন। গতকাল ফতুল্লার কানাইনগর সোবহানিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবীনবরণ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সর্বশেষ খবর