কৃষক যাতে আলুর ন্যায্যমূল্য পায় সেজন্য রাশিয়া ও ভিয়েতনামে আলুর বাজার ধরতে কাজ করে যাচ্ছি। এতে কৃষক ভালো দাম পাবে। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে ১ লাখ মেট্রিক টন আলু রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। রংপুরের পীরগাছায় উত্তম চাষাবাদ পদ্ধতিতে আলু রপ্তানি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে রবিবার এ কথা বলেন কৃষি সচিব ওয়াহিদা আক্তার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (ফাও) এবং সারা বাংলা কৃষক সোসাইটির উদ্যোগে ও বিরাহিম আইএপিপি কৃষক সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন রবার্ট ডি. সিম্পসন, রুহুল আমিন তালুকদার, আবদুল্লাহ সাজ্জাদ প্রমুখ।