বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ ০০:০০ টা

পানি সমাবেশ পাথরঘাটায়

পাথরঘাটা প্রতিনিধি

পানি সমাবেশ পাথরঘাটায়

বিশ্ব পানি দিবসে ‘সুপেয় পানি খাব, সুস্থ শরীর রাখব, পানির দেশে পানি নেই, সুপেয় পানির ব্যবস্থা চাই’ স্লোগানকে সামনে রেখে বরগুনার পাথরঘাটায় ‘পানি সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বলেশ্বর নদ সংলগ্ন রুহিতা গ্রামের একটি বিলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপারস বাংলাদেশ, পাথরঘাটা উপকূল সুরক্ষা আন্দোলন ও সেইভ পাথরঘাটা পরিবেশ কমিটির যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পাথরঘাটায় পর্যাপ্ত সুপেয় পানি পাওয়া যায় না। এখানকার মানুষের মধ্যে নিয়মিত দেখা যায় পানির জন্য হাহাকারের চিত্র।এক কলসি পানির জন্য তাদের পাড়ি দিতে হয় কয়েক গ্রাম। বর্তমানে এখানকার মানুষ কয়েকটি গ্রাম মিলে একটি করে পুকুরের পানি পান করেন। পুকুর থেকে পানি নিয়ে ফুটিয়ে পান করতে হয়। আবার অনেক সময় সেই পানিও লবণাক্ত থাকে। এ ছাড়া পুকুরের পানি ঘোলা থাকায় তা পান করতে অনেক কষ্ট হয়। তাই স্থানীয় সচেতনদের মতে, পানির ঘাটতি পূরণে বিকল্প ব্যবস্থা ও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত। এমন দাবি থেকেই তারা পানি সমাবেশ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য রেজাউল করিম, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ প্রমুখ। সমাবেশে দুই শতাধিক স্থানীয়রা উপস্থিত থেকে খালি কলসি নিয়ে নিরাপদ পানির দাবি জানান।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর