মেহেরপুরে গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের ইউপি সদস্য কামাল হত্যা মামলায় পিতা ও পুত্রকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা আনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। গতকাল দুপুরে মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় ঘোষণা করেন। দণ্ডিতরা হলেন গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের মালেক জর্দার (৬০) ও তার ছেলে আলমগীর হোসেন (৩২)। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৫ মে জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে আসামিরা ইউপি সদস্য কামাল হোসেনকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাতিজা গাংনী থানায় একটি হত্যা মামলা করেন।