বড়লেখায় পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ২০ মার্চ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলামের কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। এতে বলা হয়, আগুনে ১ দশমিক ৮৫ হেক্টর বন পুড়েছে। জমি দখলের উদ্দেশ্যে বনে আগুন লাগানো হয়। আগুনে কিছু গাছের পাতা, বাঁশ ও ঝোপঝাড় ঝলসে গেছে। তবে বন্যপ্রাণীর কোনো ক্ষতি হয়নি। তদন্ত কমিটির প্রধান সিলেট বন বিভাগের সহকারী বন সংরক্ষক (শ্রীমঙ্গল) মারুফ হাসান বলেন, ‘বনে আগুন লাগার সঙ্গে বিট কর্মকর্তার কোনো সংশ্লিষ্টতা আমরা পাইনি। তবে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির বিষয়ে বিট কর্মকর্তার আরও নজর দেওয়া উচিত ছিল। প্রতিবেদনে আমরা এ সুপারিশ করেছি। সিলেট বিভাগীয় বন কর্মকর্তা তৌফিকুল ইসলাম বলেন, ‘তদন্ত প্রতিবেদন জমা হয়েছে। এটা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ উল্লেখ, গত ৭ মার্চ পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া বনাঞ্চলে আগুন লাগে।