রবিবার, ২৬ মার্চ, ২০২৩ ০০:০০ টা

অজ্ঞান করে ৯ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের সাটুরিয়ায় অজ্ঞান করে কৌশলে ঘরে থাকা প্রায় ৯ লাখ টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার দড়গ্রাম ইউনিয়নে গাছবাড়ির রনি সাহার বাড়িতে এ ঘটনা ঘটে। রনি সাহার স্ত্রীকে সংজ্ঞাহীন অবস্থায় সাটুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। রনি সাহার ভাই রাজীব সাহা শুক্রবার সন্ধ্যায় সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। গতকাল পুলিশ তদন্তে যায়। ভুক্তভোগী পরিবার জানায়, মিষ্টির দোকানসহ বিভিন্ন ধরনের প্যাকেট তৈরি করেন তারা। মাস্ক পরে দুই যুবক শুক্রবার দুপুর দেড়টার দিকে গ্রাহক সেজে রনি সাহার দোকানে ঢুকে। রনি সাহার স্ত্রী পূজা রানী সাহাকে তারা জানায়, তাদের বিরিয়ানির প্যাকেট লাগবে। রনিদার জন্য অপেক্ষা করছি। আলাপচারিতার এক ফাঁকে কৌশলে চেতনানাশক দিয়ে রুমাল নেড়েচেড়ে তাদের বেহুঁশ করে ফেলে। অস্বস্তি বোধ করায় রনি সাহার স্ত্রী বাড়ির ভিতর চলে যান।

কর্মচারী দোকানের মধ্যেই ঘুমিয়ে পড়ে। এ সুযোগে বাড়ির ভিতরে ঢুকে আলমারি ভেঙে নগদ ৮-৯ লাখ টাকা এবং প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায়। এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকুমার বিশ্বাস বলেন, অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তদন্ত করছেন। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর