হবিগঞ্জের বানিয়াচঙ্গে খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে দুই ভাই নিহত ও তিনজন আহত হয়েছেন। এ ছাড়া চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন এক শিশুসহ আরও চারজন। শনিবার রাত থেকে গতকাল দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো খবর- হবিগঞ্জ : বানিয়াচঙ্গে খালার জানাজা শেষে বাড়ি ফেরার পথে সুটকির ব্রিজ এলাকায় ট্রাক্টর-সিএনজি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের কানাই মিয়ার ছেলে তাজউদ্দিন (৪৫) ও আবদুল মহিন (৬০)। শেরপুর : নালিতাবাড়ীর সীমান্ত সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেছে আকবর আলী (৪০) নামে এক কৃষকের। আকবর আলী উপজেলার সমশ্চুড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে। চুয়াডাঙ্গা : জীবননগরে পাওয়ার ট্রিলারের ধাক্কায় আলামিন হোসেন (৩) নামে এক শিশু মারা গেছে। গতকাল সকালে উপজেলার উথলী গ্রামের ফার্মগেটপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন একই গ্রামের ডালিম হোসেনের ছেলে। সিরাজগঞ্জ : বঙ্গবন্ধু সেতুর পশ্চিমে গতকাল সকালে ব্যাটারিচালিত অটোভ্যান উল্টে মোশারফ হোসেন (৩৩) নামে পিটিআইয়ের এক ইন্সট্রাক্টরের মৃত্যু হয়েছে। মৃত মোশারফ রংপুর সদর থানার বধূকমলা গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট কার চাপায় এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ধলাদিয়া গ্রামে রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারায়ণ সাহা (৫৫) কেরানীগঞ্জের কলাতিয়া গ্রামের চিত্তরঞ্জন সাহার ছেলে।