গত ২২ মার্চ ‘ভূমিহীন ও গৃহহীন’-মুক্ত ঘোষণা করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলাকে। এদিন ২৩০ জন গৃহহীন ও ভূমিহীনকে জমিসহ ঘরের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে এই ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে সদর উপজেলায় ৭৫টি, গোমস্তাপুরে ৭৫টি ও নাচোল উপজেলায় ৮০টি পরিবার রয়েছে। জানা গেছে, মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ২২ মার্চ বুধবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি অন্যান্য জেলার ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় চতুর্থ পর্যায়ে একই দিন ২৩০ জন উপকারভোগী পরিবারের কাছে জমিসহ ঘরের চাবি হস্তান্তর করবেন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত জেলা ঘোষণা করবেন। জেলা প্রশাসক এ কে এম গালিভ খান জানান, মুজিববর্ষ উপলক্ষে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে জেলার পাঁচটি উপজেলায় ১ হাজার ৩১৯টি, দ্বিতীয় পর্যায়ে ২ হাজার ৬১৯টি ও তৃতীয় পর্যায়ে ৬৫১টি পরিবারের অনুকূলে গৃহগুলো হস্তান্তর করা হয়। চতুর্থ পর্যায়ে জেলায় ২৩০টি ঘরসহ সর্বমোট ৪ হাজার ৮১৯টি গৃহ ভূমিহীন ও গৃহহীন পরিবার অর্থাৎ ‘ক’ শ্রেণির পরিবার ঘর পাচ্ছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনানুযায়ী গৃহগুলো নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, পাঁচ উপজেলা নির্বাহী অফিসারদের নিকট হতে প্রাপ্ত প্রস্তাবপত্র, উপজেলা টাস্কফোর্স কমিটি ও যৌথসভার সিদ্ধান্ত অনুযায়ী পুনর্বাসনযোগ্য আর কোনো পরিবার না থাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ২২ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করবেন।
শিরোনাম
- কেনটাকিতে কার্গো বিমান বিধ্বস্তে জরুরি অবস্থা ঘোষণা
- রাজধানীতে ট্রাকের ধাক্কায় যুবক নিহত
- ইউরোপীয় সামরিক জোটে অংশীদারের মর্যাদা পেল ইউক্রেন
- ‘আমজনতার দল’ শীর্ষ দশে না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক
- ট্রাম্পের হুমকি ‘অনিবার্য’ : মামদানি
- বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ, একজন নিহত
- বাংলাদেশে পুলিশ সংস্কারে সহায়তার প্রস্তাব আয়ারল্যান্ডের
- ভোকেশনাল সমাপনী পরীক্ষা নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- দক্ষ জনশক্তি ও প্রশিক্ষণ সহযোগিতা বাড়াবে বাংলাদেশ-জাপান
- এরশাদ উল্লাহর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি মির্জা ফখরুলের
- ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাঁধন ১০ দিনের রিমান্ডে
- গণসংযোগকালে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ
- ‘বিএনপির কাছে ২০ আসন চাওয়ার’ বিভ্রান্তিকর সংবাদে এনসিপির প্রতিবাদ
- নতুনবাজার-রামপুরা ব্রিজ-কাকলী পর্যন্ত কাল থেকে যানজটের শঙ্কা
- সিআরআইয়ের মাধ্যমে অর্থ আত্মসাৎ : জয়-পুতুলসহ আটজনের বিরুদ্ধে মামলা করবে দুদক
- র্যাংকিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে তানজিদ
- বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য ভোট চাইলেন ভিপি সাইফুল
- খালেদা জিয়া আমাদের মনোবল-সাহস: এ্যানি
- স্ত্রীসহ অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- সরাইলে জমি সংক্রান্ত বিরোধে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫
গৃহ ও ভূমিহীনমুক্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর