বুধবার, ২৯ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জমির জলাবদ্ধতা নিরসনে দাবিনামা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ১ হাজার বিঘা কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে আগাম পদক্ষেপ নিতে জেলা প্রশাসক বরাবর দাবিনামা প্রদান করা হয়েছে। গতকাল সকালে ‘কৃষক জোট’ নামে একটি সংগঠন জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানের কাছে লিখিত দাবিনামা প্রদান করে। দাবিনামায় উল্লেখ করা হয়, জমির জলাবদ্ধতা নিরসনে প্রশাসনে উদ্যোগ নিতে হবে।

 দামুড়হুদা উপজেলার ওদুদ শাহ কলেজের পেছন থেকে পুড়োপাড়া হয়ে উজিরপুর পর্যন্ত বিস্তৃত শোলাগাড়ি ও দোবিলের মাঠ।

 এ মাঠে ১ হাজার বিঘা কৃষি জমি জলাবদ্ধতার কারণে দীর্ঘ ১০-১২ বছর ধরে কৃষকরা চাষাবাদ করতে পারছে না। ট্রাক্টর দিয়ে জমি চাষের ফলে এ এলাকার এঁড়ো খালটি ভরাট হয়ে গেছে। একই সঙ্গে এঁড়ো খালের দুটি কালভার্টও ভরাট হয়ে গেছে। যে কারণে বর্ষায় এ বিস্তীর্ণ মাঠের পানি আর বের হতে পারে না। ফলে ১ হাজার বিঘা কৃষি জমি বছরের বেশিরভাগ সময় জলাবদ্ধ হয়ে পড়ে থাকে। কৃষকদের আশঙ্কা আসন্ন বর্ষায় নতুন করে জলাবদ্ধ হয়ে যাবে শোলাগাড়ি ও দোবিল মাঠের পুরো এলাকা। এ জন্য বর্ষার আগেই ওইসব কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে জরুরি উদ্যোগ নেওয়া প্রয়োজন। দাবিনামা গ্রহণকালে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান বলেন, সমস্যাটি গুরুত্বপূর্ণ। এর সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক জোটের সভাপতি এস এম আবদুল মোমিন টিপু, সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান হাবলু, রিসোর নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, চাষাবাদ প্রকল্পের সমন্বয়কারী মসিয়ুর রহমান প্রমুখ।

 

সর্বশেষ খবর