শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মাথাচাড়া দিয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী উপজেলা কুমিল্লার বুড়িচং- ব্রাহ্মণপাড়া। এই দুই উপজেলায় ফের মাথাচাড়া দিয়ে উঠছে মাদক ব্যবসায়ীরা। সূত্র জানায়, কুমিল্লার সীমান্তবর্তী পাঁচটি উপজেলা রয়েছে। তার মধ্যে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারির উৎপাত বেশি। এই দুই উপজেলার দুই রাজনৈতিক নেতা ও ব্রাহ্মণপাড়া থানার সাবেক এক ওসি মাদক কারবারিদের পৃষ্ঠপোষকতা করছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় উল্লেখ করা হয়। এই নিয়ে দুই উপজেলার প্রশাসন নানা উদ্যোগ গ্রহণ করে। আলোচনায় আসে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগ। এতে পাশের উপজেলা বুড়িচংয়ের মাদক কারবারিরাও পিছু হটে। সম্প্রতি তারা প্রশাসনের মাদকবিরোধী অভিযানে বিভিন্ন উপায়ে বিঘ্ন সৃষ্টি করছে। জানা যায়, মাদকের উৎস বন্ধ করতে সীমান্তে ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়। এ জন্য সীমান্তের ১১৭টি মাদক ও চোরাচালান পয়েন্ট চিহ্নিত করা হয়। ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির মাধ্যমে এবং পুরাতন  রেকর্ড থেকে তথ্য সংগ্রহ করে উপজেলার ৩৪৮ ব্যবসায়ীর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়।

সর্বশেষ খবর