শনিবার, ৮ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

তিন বছর ঘরছাড়া ৩৮ পরিবার

আবদুস সামাদ সায়েম, সিরাজগঞ্জ

তিন বছর ঘরছাড়া ৩৮ পরিবার

দীর্ঘদিন তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে বসতঘর

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চরজোকনালা গ্রামে সংঘর্ষের সময় বৃদ্ধের মৃত্যুর ঘটনাকে পুঁজি করে ফায়দা লুটছে একটি পক্ষ। সংঘর্ষের পর তিন বছর ধরে বাড়িছাড়া ৩৮টি পরিবার। দীর্ঘ এ সময়ে ওইসব পরিবারের প্রায় কোটি টাকার মালামাল লুটে নেওয়ার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, পরিবারগুলোর আয়ের উৎস ফসলি জমিও রয়েছে পতিত অবস্থায়। কোনো স্বজন মারা গেলে জানাজায় অংশ নিতে দিচ্ছে না বাড়িছাড়া পরিবারের সদস্যদের। অভিযোগ আছে, ভুক্তভোগীরা প্রশাসনকে জানিয়ে কোনো সুফল পাচ্ছেন না। ভুক্তভোগী জাহিদুল ইসলাম, আনিসুর রহমান ও ফিরোজ জানান, ২০২০ সালের অক্টোবর মাসের এক দিন ভোরে বেলকুচির ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চর জোকনারা গ্রামে জমি নিয়ে বিরোধে রশিদ মেম্বর ও সাত্তার মেম্বর গ্রুপের সংঘর্ষ হয়। এ সময় সাত্তার গ্রুপের গোলাম মোস্তফা হার্ট অ্যাটাকে মারা যায়। এরপর ওই ঘটনায় সাত্তার গ্রুপ থানায় ৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করলে ৩৮ পরিবারের সবাই পালিয়ে যান। এ সুযোগে প্রতিপক্ষ ওইসব বাড়িতে হামলা চালিয়ে আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা, গবাদি পশু লুট করে। রশিদ মেম্বারের স্ত্রী মরিয়ম খাতুন জানান, সংঘর্ষের পর শেখ সাদি, আউয়াল ও ভুট্টোর নেতৃত্বে আমার বাড়িতে হামলা চালিয়ে সব কিছু লুটপাট করে নিয়েছে। যাওয়ার সময় আমার বসতঘরে আগুন ধরিয়ে যায়। ভুক্তভোগী ফিরোজ জানান, সংঘর্ষের পর প্রতিপক্ষের লোকজন ভয়ভীতি দেখিয়ে ৩৮ পরিবারকে তাড়িয়ে দেয়। এরপর হত্যা মামলায় সবাই জামিনে বের হলেও তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয়নি। তিন বছর ধরে ১৩টি বসতভিটা সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাকিগুলোতে শুধু মহিলারা বসবাস করছেন। আবদুর রশিদ ও তার ছেলে সামিদুল জানান, একমাত্র আয়ের উৎস জমি অনাবাদি থাকায় তারা কষ্টে জীবনযাপন করছেন। ছেলে-মেয়ে পড়াশোনা থেকে বঞ্চিত রয়েছে। প্রশাসনের কাছে দাবি, মামলা তার গতিতে চলবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে সবাই যেন বাড়িতে ছেলে-মেয়ে নিয়ে বসবাস করতে পারে এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। এ বিষয়ে অভিযুক্ত শেখ সাদী, আউয়াল ও ভুট্টো কথা বলতে রাজি হয়নি। বেলকুচি থানার ওসি আসলাম উদ্দিন জানান, পুলিশ যদি জমি ও বাড়িতে ফেরা নিয়ে ব্যবস্থা নিতে চায় তখন বাদীপক্ষ আসামিদের সহযোগিতা করা হচ্ছে বলে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়ে পুলিশকেও বেকায়দায় ফেলতে চায়। তার পরও যে কজন বাড়ির বাইরে আছেন বা যাদের জমি চাষাবাদ করতে দেওয়া হচ্ছে না তারা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর