শিরোনাম
মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইউপি সদস্যকে মারধরের ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া ইউপির এক সদস্যকে প্রকাশ্যে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। মারধরের শিকার ইউপি সদস্য জাহিদ হাসান এ ঘটনায় পাঁচজনকে আসামি করে বাঘারপাড়া থানায় মামলা করেছেন। যশোর প্রেস ক্লাবে গতকাল সংবাদ সম্মেলনে ইউপি সদস্য জাহিদ হাসান অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান বাবুল কুমার সাহার বাহিনী তাকে মারধর করেন।  অভিযোগ অস্বীকার করেছেন  চেয়ারম্যান বাবুল কুমার সাহা বলেন, মারপিটের ঘটনায় যারা জড়িত তারা আমার লোক নয়। বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দিন বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে, তদন্ত চলছে। ভাইরাল হওয়া ১ মিনিট ৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, স্থানীয় যুবলীগ নেতা জাহিদুল ইসলাম টুটুল, শামীম হাসান শাপলা গাছের ডাল ও কাঠ দিয়ে বেধড়ক মারপিট করছেন ইউপি সদস্য জাহিদ হাসানকে। গত শনিবার নারিকেলবাড়িয়া বাজার সংলগ্ন আনসার মাস্টারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।

 

সর্বশেষ খবর