ঈদুল ফিতর উপলক্ষে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের সব মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খতিবদের উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান আহসান কবির। ইউপি কার্যালয়ে গতকাল তিনি দুই শতাধিক ইমাম, মুয়াজ্জিন খতিবের মধ্যে নগদ অর্থ তুলে দেন। এ সময় মাজারুল ইসলাম লিটন, নাজিমুদ্দিন নাদিম, শহিদুল সোনার, বিপুল চন্দ্র, সাইদুল ইসলাম সানু উপস্থিত ছিলেন।