বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

বসুন্ধরার খাদ্য সহায়তা

হবিগঞ্জ প্রতিনিধি

বসুন্ধরার খাদ্য সহায়তা

জন্মের আগেই মারা যান স্কুলশিক্ষক বাবা। পৃথিবীর আলো দেখার পরই সাইদুর রহমানের দারিদ্র্যের সঙ্গে লড়াই শুরু হয়। শারীরিক সক্ষমতা তেমন ভালো না হওয়ায় ভারী কাজও করতে পারেন না। লেখাপড়া বেশি করতে না পাড়ায় চাকরিও হয়নি কোথাও। নিজের গ্রাম হবিগঞ্জ সদর উপজেলার বহুলায় প্রাথমিক বিদ্যালয়ে ৩ হাজার টাকা বেতনে খন্ডকালীন দফতরির চাকরি নেন। স্ত্রী ও দুই সন্তান নিয়ে অনেক কষ্টে দিনাতিপাত করতে হয় সাইদুরকে। সামনে ঈদ, পরিবারের জন্য কী করবেন সেই দুশ্চিন্তায় দিন যাচ্ছিল সাইদুরের। এরই মাঝে তিনি খবর পান দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ থেকে তাকে দেওয়া হবে খাদ্য সহয়তা। শহরের শায়েস্তানগর এলাকায় একটি অনুষ্ঠানে সোমবার বিকালে সাইদুর রহমান যখন বসুন্ধরা গ্রুপের ঈদ উপহার পান তখন তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। দোয়া করেন ওই শিল্প গ্রুপের মালিকদের জন্য। হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ শহীদ উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেন সাইদুর রহমানের হাতে। এ সময় উপস্থিত ছিলেন শাহ ফখরুজ্জামান ও শুভসংঘের সাধারণ সম্পাদক জনিসহ সংগঠনের জেলা সদস্যরা। উপহারের মধ্যে রয়েছে ৫০ কেজি চাল, পাঁচ কেজি আলু, পাঁচ কেজি পিঁয়াজ, পাঁচ কেজি আটা, তিন কেজি ছোলা, তিন কেজি চিনি, তিন কেজি মসুর ডাল, তিন লিটার সয়াবিন তেল, এক  কেজি লবণ ও দুই প্যাকেট সেমাই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর