বুধবার, ১২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা চাল জব্দ করা হয়েছে। এসব চাল ১৫ টাকা কেজি দরের। প্রতি বস্তায় রয়েছে ৩০ কেজি। সোমবার দিবাগত রাতে উপজেলার জুগলী ইউনিয়নের গামারীতলা গ্রামের জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে এ চাল জব্দ করা হয়। পুলিশের উপস্থিতিতে চালগুলো জব্দ করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও ট্যাগ অফিসার রতন দাস। স্থানীয়রা জানান, গামারীতলা গ্রামের আকরাম হোসেনের ছেলে জাহাঙ্গীর চালের কালোবাজারি ব্যবসার সঙ্গে দীর্ঘদিন জড়িত। তিনি খাদ্যবান্ধব কর্মসূচির চালের ব্যবসা করে আসছিলেন। কালোবাজারির মাধ্যমে চালগুলো বেশি টাকায় বিক্রি করাই তার উদ্দেশ্য ছিল।

ট্যাগ অফিসার রতন দাস জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা হাসানের নির্দেশে ঘটনাস্থল থেকে চালগুলো জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর