শুক্রবার, ১৪ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

দুটি হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে একটি হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচ মাসের দন্ড দেওয়া হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবিউল ইসলাম গতকাল আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্তরা হলেন, শিবগঞ্জ উপজেলার মরদনা-তেঁতুলিয়া গ্রামের ইসমাইল হোসেন, চকপাড়ার মোহাম্মদ শহীদ, তসিকুল ইসলাম ও ঘুনপাড়ার মোহা. মুকুল। ২০১৫ সালের ১৫ আগস্ট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আসামিরা রবিউল ইসলাম নামে এক যুবককে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ওইদিন রাতে নিহতের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়া গ্রামে মোয়াজ্জেম হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড, ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছরের দন্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নূর ইসলাম গতকাল এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন- আকরাম সাখিদার, হাবেজ উদ্দীন, মুক্তার হোসেন, এনজার হোসেন ও এনামুল হক। এদের মধ্যে হাবেজ উদ্দীন বিচার চলাকালে মারা গেছেন।

আদালত সূত্র জানায়, ২০০৭ সালের ১৭ অক্টোবর সকালে অভিযুক্তদের হামলায় আহত হন আক্কেলপুর উপজেলার রায়কালী খাঁ পাড়ার মোয়াজ্জেম হোসেনসহ কয়েকজন। গুরুতর আহত মোয়াজ্জেমকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মোসলেম উদ্দিন আক্কেলপুর থানায় মামলা দায়ের করেন।

সর্বশেষ খবর