ট্রেনের যাত্রী ভোগান্তি কমাতে নেত্রকোনা বড় স্টেশনের প্ল্যাটফরম ও যাত্রী ছাউনি আধুনিকায়ন করে বর্ধিত করা হলেও দুর্ভোগ কমেনি যাত্রীদের। নারী বিশ্র্রামাগারসহ কোনো বিশ্রামাগারই দিনে রাতে খোলা থাকে না। ফলে যাত্রীদের দুর্ভোগের যেন শেষ নেই। বিশেষ করে নারী এবং রোগীদের। স্টেশনের পাবলিক টয়লেটটিও বছরজুড়ে থাকে তালাবদ্ধ। ভিতরে থাকে ভাঙারির মালামাল। পাশের টিউবওয়েলে নেই পানি। দিনেরাতে দুটি ইন্টারসিটিসহ মহুয়া এবং লোকাল মিলিয়ে মোট পাঁচটি ট্রেনে প্রতিদিন দুর্ভোগ নিয়েই কয়েক হাজার যাত্রী চলাচল করেন ঢাকা-ময়মনসিংহ-নেত্রকোনা রুটে। সরেজমিন দেখা গেছে, ব্রিটিশ আমলে চালু হওয়া নেত্রকোনা রেলওয়ের বড় স্টেশনটি তেমন উন্নত না হলেও সময়ের দাবিতে যাত্রী ওঠা-নামায় বর্ধিত হয়েছে প্ল্যাটফর্ম। প্রথমে ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি এবং পরবর্তী ২০২১ সালের ১৫ অক্টোবর প্ল্যাটফর্ম উন্নতকরণ, শেড নির্মাণসহ কিছু কাজ হয়েছে। দিনে দিনে কচ্চপ গতিতে প্ল্যাটফর্ম উন্নত হলেও অপেক্ষারত যাত্রীদের দুর্ভোগ কমাতে স্থানীয়ভাবে কোনো উদ্যোগ নেই। প্ল্যাটফর্মে থাকা পাবলিক টয়লেট থাকে তালাবদ্ধ। ভিতরে আবর্জনাসহ ভাঙারির দোকান। নষ্ট হচ্ছে ভেসিনসহ কোটি টাকার সম্পদ। রয়েছে বিশ্রামাগারের দুটি ছোট ছোট কক্ষ। তাও তালাবদ্ধ। মহিলা বিশ্রাগার থাকলেও দূরের যাত্রীরা অপেক্ষমান অল্প সময়েও পান না সেবা। বিভিন্ন উপজেলা থেকে ঢাকায় চিকিৎসাগামী রোগীরাও প্ল্যাটফর্মের পিলারের নিচে শুয়ে বসে থাকেন। আন্তনগর দুটি ট্রেন দিনে রাতে চলাচল করলেও সেই ট্রেনের যাত্রীরাও স্টেশনের বেঞ্চে বসে থাকেন। কারও প্রকৃতির ডাকে সারা দিতে গেলে পাশের মসজিদে যেতে হয়। নারী হলে মানুষের বাসাবাড়িতে যেতে হয়। এমন দুর্ভোগ নিয়ে নানা অভিযোগ করেন যাত্রীরা। টিউবওয়েল থাকলেও নেই পানি। চলতি রমজানে ইফতার করতেও পানির জন্য হাহাকার করতে হয় চলমান যাত্রীদের। রাতের যাত্রীরা কখনো বিপদে পড়ে খুলে দেওয়ার কথা বললে নেংরা হবে জবাব দিয়ে দেন চাবি হাতে থাকা রফিক নামের ব্যক্তি। এসব নানা অনিয়ম অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গেলে রফিক নামের এক কর্মচারী লুকিয়ে পেছন থেকে খুলে দেন বিশ্রামগার। সঙ্গে সঙ্গেই এক ছেলে ধূমপান করতে বসে যান মহিলা বিশ্রাগারে। উল্টো অভিযোগ করেন যাত্রীদের বিরুদ্ধে। এদিকে স্টেশন মাস্টার আবদুল্লাহ আল মামুন পাবলিক টয়লেট ঠিক করার আশ্বাস দিয়ে বিশ্রামাগার যখন যার প্রয়োজন বললে খুলে দেওয়া হয় বলে জানান। পাশাপাশি পরিছন্নতাকর্মী না থাকা এবং খুলে দিলে নেশাখোরদের আড্ডা চলে বলেও জানান। তবে যাত্রীদের সেবায় সতর্ক থেকে যখন ট্রেন সিগনাল পান তখন খুলে দেন বলেও দাবি করেন। এ ছাড়া অন্যান্য সেবা উন্নত করতে এমনকি কেউ এমন কোনো আচরণ করলে তার ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান।
শিরোনাম
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
- আওয়ামী লীগকে নিষিদ্ধ ও বিচারের দাবিতে যমুনার সামনে অবস্থান
- হঠাৎ 'ব্ল্যাকআউট', মাঝপথে পরিত্যক্ত আইপিএল ম্যাচ
- পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
- বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গঠন
নেত্রকোনায় প্ল্যাটফরমে যাত্রীদের দুর্ভোগ
নেত্রকোনা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম