মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পানিতে ডুবে মরল দুই শিশু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরে গোসল করতে গিয়ে রওজা (৬) ও সামি (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের শংকরাদহ গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রওজা শংকরাদহ গ্রামের দুবাই প্রবাসী আক্তার শাহর মেয়ে ও সামি একই গ্রামের প্রবাসী শাহানুর শাহর ছেলে। এরা সম্পর্কে চাচাতো ভাই-বোন।

পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, রবিবার দুপুরে রওজা ও সামি নিজের বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজা-খুঁজি শেষে  অচেতন অবস্থায় পুকুরের পানির নীচ থেকে তাদেরকে তুলে তাদেরকে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  দুজনকেই মৃত ঘোষণা করেন। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর