যশোর সদর উপজেলার নারাঙ্গালী বাজারে গতকাল সকালে চলন্ত ভ্যান থেকে ছিটকে পড়ে তাহসিনা তানিশা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মা লিপি বেগমও গুরুতর আঘাত পেয়েছেন। তাহসিনা সদর উপজেলার ডুমদিয়া গ্রামের ওসমান গনির মেয়ে। স্থানীয়রা জানায়, নারাঙ্গালী বাজারে ভ্যানের চাকার সঙ্গে লিপির ওড়না জড়িয়ে যায়। এ সময় তারা মা-মেয়ে রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে দুপুরে তানিশার মৃত্যু হয়।