শিরোনাম
শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ছাত্রলীগ নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

ময়মনসিংহ নগরীর বাড়েরা ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি আরমান আলী হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি রুমানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার রাতে নগরীর বাড়েরা মসজিদ মার্কেট থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি বাড়েরা এলাকার সাইফুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, আরমান আলী ও রুমান পরস্পর আত্মীয়। ২০১২ সালে উভয় পক্ষের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুমানের বড় ভাই আলমগীর হোসেন (২৭) খুন হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ২০১৪ সালের ১০ জুন রুমান ও তার লোকজন আরমান আলীকে (২৮) মসজিদ মার্কেটের সামনে পিটিয়ে হত্যা করে। ঘটনার পরদিন আরমানের স্ত্রী পপি আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। র‌্যাব-১৪ ময়মনসিংহের সিনিয়র সহকারী পরিচালক আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুমান হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ খবর