গাজীপুরের টঙ্গীতে (২৫) এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত তিন বখাটেকে শুক্রবার রাতে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- খোরশেদ আলম (৩২), আলমগীর হোসেন (৩৭) ও নূর হোসেন (৪৭)। ঘটনাটি ঘটে আরিচপুর আমজাদ আলী গার্লস স্কুল রোড এলাকায় ওমর ফারুকের বাড়িতে।
গতকাল দুপুরে পুলিশ নির্যাতিতা ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পুলিশ জানায়, গত সোমবার দুপুরে নির্যাতিতা ওই গৃহবধূ রাজধানীর মিরপুর এলাকায় বোনের বাসায় যাওয়ার উদ্দেশে দক্ষিণ উত্তরখান এলাকা থেকে রওনা হন। পথে অটোরিকশায় আবদুল্লাহপুর এলাকায় আসেন। অটোরিকশায় পরিচয় হয় খোরশেদ আলমের সঙ্গে। আলাপচারিতার একপর্যায়ে খোরশেদ তাকে একটি বোরখা তৈরি দোকানে কাজের সন্ধান দিতে নিয়ে আসেন টঙ্গীতে। পরে ওই এলাকার ওমর ফারুকের আটতলা ভবনের সাত তলায় একটি কক্ষে নিয়ে আটকে রেখে খোরশেদ, আলমগীর ও নূর হোসেন পালাক্রমে ধর্ষণ করেন। এ বিষয়ে নির্যাতিতা ওই গৃহবধূ বলেন, আমাকে একটি বোরখা তৈরির কাজ পাইয়ে দেওয়ার কথা বলে খোরশেদ আমাকে আট তলা ভবনের সাত তলায় নিয়ে যায়। প্রথমে খোরশেদ ও আলমগীর ধর্ষণ করেন। পরে তারা নূর হোসেনকে ফোন করে ডেকে আনলে তিনিও আমাকে ধর্ষণ করেন। পরে রাতে আমাকে ৩ হাজার ৫০০ টাকা দিয়ে ওই ভবন থেকে বের করে দেয়। এ ঘটনার পর শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ তিনজনকে গ্রেফতার করে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারদের বিরুদ্ধে মামলা শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।