দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় এক মাদরাসাছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে ঝিনাইদহে মাদরাসাছাত্র, বাঘেরহাটে কৃষক ও লক্ষ্মীপুরে কৃষক দল নেতার মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
ঝিনাইদহ : কোটচাঁদপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আবু সাইদ নামে এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। গতকাল সকালে উপজেলার গুড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সাইদ উপজেলার গুড়পাড়া গ্রামের প্রবাসী গোলাম মোস্তফার ছেলে। বাগেরহাট : চিতলমারীতে মোটরসাইকেলের ধাক্কায় ভোলা মন্ডল নামে এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী সজীব ফরাজী মারাত্মক আহত হয়। গতকাল সকালে উপজেলার খাসেরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লক্ষ্মীপুর : সদর উপজেলায় পিকআপের চাপায় আলমগীর হোসেন নামে কৃষক দলের এক নেতা নিহত হয়েছেন। শনিবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আলমগীর সদর উপজেলা কৃষক দলের সহসভাপতি ও তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তেওয়ারীগঞ্জ গ্রামের শাহ আলমের ছেলে।