শুক্রবার, ১২ মে, ২০২৩ ০০:০০ টা

জেপি থেকে শতাধিক নেতা-কর্মীর পদত্যাগ

পিরোজপুর প্রতিনিধি

ভান্ডারিয়া উপজেলায় চার জনপ্রতিনিধিকে জেপি থেকে বহিষ্কারের প্রতিবাদে শতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেছেন। গতকাল নদমুল্লা ইউনিয়ন পরিষদে সংবাদ সম্মেলনে দলের চেয়ারম্যান ও এমপির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপনের সময় ওই নেতা-কর্মীরা দলত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেওয়ায় এবং স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় রোষের শিকার হয়েছেন এ চারজন। এরা হলেন- ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমুল্লা শিয়ালকাঠী ইউপি চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আরিফ, ইকরি ইউপি চেয়ারম্যান আবদুল হাই ও উপজেলা ভাইসচেয়ারম্যান মশিউর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভান্ডারিয়ায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জেপি) নেতা-কর্মীরা সুসম্পর্ক বজায় রেখে চলতেন। কিছুদিন ধরে উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেপির উপজেলা সাধারণ সম্পাদক অতিকুল ইসলাম উজ্জ্বল কৌশলে বিরোধ তৈরি করেছেন।

সর্বশেষ খবর