রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা

সমস্যা জর্জরিত স্বাস্থ্য কমপ্লেক্স

দাউদকান্দি প্রতিনিধি

সমস্যা জর্জরিত স্বাস্থ্য কমপ্লেক্স

নানা সমস্যা ও অনিয়মে জর্জরিত কুমিল্লার দাউদকান্দি উপজেলা ৫০ শয্যার হাসপাতাল। ডাক্তার, আয়া, পিয়ন, অ্যাম্বুলেন্স চালক, প্রধান অফিস সহকারীসহ বিভিন্ন পদে শূন্য ৬৫ জনবল। জনবল সংকটে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্য বিভাগে খাতা-কলমে ডাক্তার থাকলেও তারা অনেকে রয়েছেন ঢাকা-কুমিল্লাসহ বিভিন্ন হাসপাতালে ডেপোটিশন। এ কারণে এ হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। কেবল জোড়াতালি দিয়ে চলছে হাসপাতালের সেবা কার্যক্রম। সরেজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, হাসপাতালের বাউন্ডারির ভিতরে মেসার্স সরকার মেডিসিন নামে একটি ওষুধের দোকান রয়েছে। এ ছাড়াও হাসপাতালের বাউন্ডারির ভিতরে রয়েছে একাধিক বেসরকারি অ্যাম্বুলেন্স ও হাসপাতালের অফিস চলাকালীন বিভিন্ন ওষুধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভসহ স্থানীয় বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিক সেন্টার নিয়োগকৃত ব্যক্তিরা। নিয়ম মোতাবেক হাসপাতালের বাউন্ডারিতে বেসরকারি ওষুধের দোকান, বেসরকারি অ্যাম্বুলেন্স অফিস চলাকালীন বিভিন্ন ওষুধ কোম্পানির নিয়োগকৃত ও রিপ্রেজেন্টেটিভ বেসরকারি হাসপাতাল কর্তৃক নিয়োগকৃত ব্যক্তিরা থাকার কথা নয়। তার পরও তারা অজ্ঞাত কারণে থাকছেন। উপজেলা হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তার গেজেটেড কোয়ার্টারে থাকছেন আয়েশা নামের এক নার্স। অন্য আরও দুটি গেজেটেড কোয়ার্টারে ডাক্তারের পরিবর্তে ঝরনা ও কৃষ্ণা নামে দুজন নার্স থাকছেন। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তৌহিদ আল হাসান বলেন, ডাক্তারসহ কয়েকটি পদ শূন্য রয়েছে। ওষুধের কোনো সমস্যা নেই। প্যাথলজি বিভাগে প্রতিদিনই পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে।

সর্বশেষ খবর