রবিবার, ১৪ মে, ২০২৩ ০০:০০ টা
সংক্ষিপ্ত

ইবি ছাত্রী ঊর্মি হত্যা মামলা পুনঃতদন্তে পিবিআই

মেহেরপুর প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রী নিশাত তাসনিম ঊর্মি হত্যা মামলা অধিকতর তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত। গাংনী থানা পুলিশের দেওয়া চার্জশিটে আসামিদের রক্ষার চেষ্টা করার অভিযোগ তুলে ঊর্মির বাবা গোলাম কিবরিয়া নারাজি আবেদন করলে আদালত তা গ্রহণ করে পিবিআইকে মামলা তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা (পিবিআই) গোকুল চন্দ্র অধিকারী জানান, আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে। তদন্তের কাজ এগিয়ে চলেছে। এখনই কিছু বলা সম্ভব নয়। মামলার বাদী পক্ষের আইনজীবী একরামুল হক হীরা বলেন, আগের তদন্তে কয়েক জায়গায় গরমিল রয়েছে। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি পিবিআইকে পুনঃতদন্তের নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ২০২২ সালের ৮ সেপ্টেম্বর রাতে ঊর্মী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর তার পরিবারকে দেন শ্বশুরবাড়ির লোকজন।

সর্বশেষ খবর