নরসিংদীর ঘোড়াশালে চোর সন্দেহে রাজন (১৫) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ঘোড়াশাল পৌর এলাকার পাইকসা গ্রামে গতকাল দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। রাজন উত্তর চরপাড়া গ্রামের ফাইজউদ্দিন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছে ইয়াছিন নামে আরেক কিশোর। পুলিশ জানায়, গভীর রাতে দুই কিশোরকে ঘোড়াশাল পাইকসা গ্রামে সোবাহান মিয়ার বাড়ির পাশে সন্দেহজনক ঘুরাঘুরি করতে দেখে লোকজন আটক করে। পরে চোর সন্দেহে রাজন ও ইয়াছিনকে বেধড়ক পেটায়। মারধরের একপর্যায়ে ঘটনাস্থলেই রাজন মারা গেলে লাশ বাড়ির পাশের ঝোপে ফেলে রাখে।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। আহত ইয়াছিনকে ভর্তি করা হয় পলাশ স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
 
                         
                                     
                                                             
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        