মঙ্গলবার, ১৬ মে, ২০২৩ ০০:০০ টা

ধান চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নেত্রকোনা প্রতিনিধি

অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযানের আওতায় নেত্রকোনায় ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। নেত্রকোনা জেলা খাদ্য বিভাগের উদ্যোগে গতকাল দুপুরে সদর খাদ্য গুদামে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ধান চাল সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি অঞ্জনা খান মজলিশ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমান, বাংলাদেশ চাল কল মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচ আর খান পাঠান সাকি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) আকলিমা খাতুন প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানে দুজন প্রান্তিক কৃষকের কাছ থেকে ২ টন ধান সংগ্রহ করা হয়। জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমান জানান, চলতি বোরো মৌসুমে নেত্রকোনা জেলায় ৩০ টাকা কেজি দরে ১৫ হাজার ১৭৭ টন ধান, ৪৪ টাকা কেজি দরে ৬১ হাজার ২১৮ টন চাল সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কৃষকের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে ধান সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে। কোনোভাবে হয়রানি ছাড়াই কৃষকরা যাতে সহজেই গুদামে ধান সংগ্রহ করতে পারে সে জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি।

সর্বশেষ খবর