বগুড়া শহরের কলোনি এলাকায় নিজ ঘর থেকে গতকাল সকালে নাঈম ভূঁইয়া (২০) নামে এক ছাত্রলীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নাঈম ধনুট উপজেলার উজালসিং এলাকার আবদুল লতিফের ছেলে। তিনি উপজেলার মথুরাপুর ইউনিয়ন ছাত্রলীগের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন। নাঈমের বড় ভাই সাদ্দাম হোসেন সাজু জানান, তারা দুই ভাই ও তাদের নানি শহরের কলোনি এলাকায় টিনশেড ভাড়া বাসায় থাকতেন। নাঈম উচ্চ মাধ্যমিকে প্রথম বর্ষে পড়াশোনা করত। কয়েক দিন ধরে সে টাকা চাচ্ছিল পরিবারের কাছে। টাকা দিতে না পারায় অভিমান করে। বুধবার সকালে নাঈম ঘুম থেকে উঠে নাস্তা খায়। এরপর রুমে শুয়ে থাকতে দেখে আমি বাইরে যাই। নানি রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সকাল সাড়ে ৮টায় বাসায় ফিরে তার ঝুলন্ত লাশ দেখতে পাই। সদর থানার উপপরিদর্শক ইমতিয়াজ আহমেদ জানান, নাঈমের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে অপমৃত্যু মামলা হয়েছে।