নিষেধাজ্ঞা অমান্য করে লক্ষ্মীপুরের মেঘনায় অবাধে চলছে বাগদা ও গলদা চিংড়ি ধরার মহোৎসব। একটি অসাধু সিন্ডিকেট মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ম্যানেজ করে দেদার চালিয়ে যাচ্ছে জাল কেনাবেচাসহ রেণু শিকারের কোটি টাকার অবৈধ ব্যবসা। এতে করে মাছের অন্যান্য প্রজাতি যেমনি ধ্বংস হচ্ছে তেমনি হুমকির মুখে পড়ছে জীব বৈচিত্র্যও। তবে মৎস্য বিভাগ অভিযোগ অস্বীকার করে সকলের সহযোগিতা ছাড়া রেণু শিকার বন্ধ করা সম্ভব নয় বলে জানান। কমলনগর উপজেলার লুধুয়া, পাটোয়ারীর হাট ও চর আলেকজান্ডার ঘাট ঘুরে দেখা যায়, মেঘনা পাড়ে যতদূর চোখ যায় খুঁটির সঙ্গে নিষিদ্ধ মশারি জাল ফেলে অবাধে চলছে চিংড়ি রেণু শিকারের মহোৎসব। প্রতিদিন এভাবেই জোয়ার-ভাটায় শিশু, নারী-পুরুষসহ বিভিন্ন বয়সীরা দল বেঁধে নেমে পড়েন রেণু পোনা ধরতে। নিষেধাজ্ঞা অমান্য করে অপরিকল্পিতভাবে বাগদা-গলদার রেণু সংগ্রহ করছে তারা। জেলার রামগতি-কমলনগর, মতির হাট, লুধুয়া, সদর ও রায়পুরের বিভিন্ন স্থানে অন্তত ৩০০টি টং ঘর নির্মাণ করে হকারদের মাধ্যমে এসব নিয়ন্ত্রণ করেন প্রভাবশালীরা। এসব রেণু পোনা ড্রাম ভর্তি করে খুলনা, বাগেরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় ঘের মালিকরা এসে কিনে নিয়ে যান। তাদের সঙ্গে স্থানীয় প্রভাবশালীরা আগেই চুক্তি করে নেন বলে জানা যায়। স্থানীয় জেলেরা জানান, প্রতিদিন একেকজন জেলে ২ থেকে ৩ হাজার রেণু সংগ্রহ করতে পারেন তারা। প্রতিটি রেণু পোনা তাদের কাছ থেকে ২ টাকা থেকে ৩ টাকা হারে কিনে নিয়ে যান মধ্যস্বত্বভোগীরা। মাঝে মাঝে মৎস্য বিভাগ ও প্রশাসনের লোক দেখানো অভিযান পরিচালিত হলেও ম্যানেজের কারণে রেণু আহরণে অন্যান্য প্রজাতির মাছ ও জীব বৈচিত্র্য এখন হুমকির মুখে রয়েছে বলে মনে করছেন সচেতন মহল।তবে জেলা মৎস্য কর্মকর্তা মো. অমিনুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে একটি সিন্ডিকেট রেণু শিকার করছে। অভিযান চালানো হচ্ছে তবে তা কাজে আসছে না। এসব বন্ধ করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।
শিরোনাম
- রাবি শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ
- বিপিএল নিলামের নতুন তারিখ ঘোষণা
- স্বর্ণের দাম বেড়েছে
- বগুড়ায় তারেক রহমানের পক্ষে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ
- গাজায় ৩ হাজার পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দিতে চায় ইইউ
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা