শনিবার, ২৭ মে, ২০২৩ ০০:০০ টা

মোবাইল টাওয়ার নির্মাণ বন্ধের দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম পৌরসভার দুটি ওয়ার্ডের আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকা চামড়ারগোলায় নির্মাণাধীন মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের কাজ বন্ধ ও অপসরণ দাবিতে মানববন্ধন হয়েছে। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে গতকাল ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় বক্তব্য রাখেন আবদুস সামাদ, মনির হোসেন মনু, তিন্নি বেগম প্রমুখ। বক্তারা বলেন, নির্মাণাধীন মোবাইল নেটওয়ার্ক টাওয়ার লাগোয়া দেড় শতাধিক পরিবারের বাস, ১০০ গজের মধ্যে উচ্চবিদ্যালয়, মাদরাসা, মসজিদ ও ২০ গজের মধ্যে একটি হাসপাতাল রয়েছে। এ অবস্থায় মোবাইল টাওয়ার চালু হলে শিশুদের শারীরিক ও মানসিক সমস্যা এবং ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হতে পারে। ওই টাওয়ার নির্মাণ বন্ধে পৌর মেয়র, জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে অভিযোগ দেওয়ার পরও কাজ চলমান থাকায় মানববন্ধন করতে হচ্ছে। জেলা প্রশাসক বরাবর স্থানীয়দের দেওয়া অভিযোগে উল্লেখ করা হয়, হাই কোর্টের নির্দেশনা মতে এটি আইনবিরোধী। ২০১৯ সালে হাই কোর্টের ১১ দফা নির্দেশনার ২ নম্বরে বলা হয়েছে মোবাইল টাওয়ার বাসার ছাদ, স্কুল-কলেজ, হাসপাতাল, ক্লিনিক, কারাগার, খেলার মাঠ, জনবসতি, হেরিটেজ ও প্রত্নতাত্বিক স্থানে বসানো যাবে না। যেগুলো বসানো হয়েছে তা অপসারণের নির্দেশনাও রয়েছে ওই আদেশে।

 

সর্বশেষ খবর