নড়াইল পৌর এলাকার ডুমুরতলায় গতকাল সকালে পুকুরে মাছ ধরার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহীদুল ইসলাম বেগ ওরফে শহীদ বেগ (৪৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। নিহত শহীদ বেগ ডুমুরতলা বেগপাড়ার কারী আমজাদ হোসেন বেগের ছেলে। নড়াইল সদর থানার ওসি মো. ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিজের পুকুরের মাছ ধরার জন্য বিদ্যুৎচালিত মোটর দিয়ে পানি নিষ্কাশন করার সময় পুকুরের পানিতে নামলে অসাবধানতাবশত বিদ্যুতের তার পেঁচিয়ে গেলে শহীদ বেগ ঘটনাস্থলেই মারা যান।