কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইপাস এলাকা থেকে গতকাল দুপুরে অজ্ঞাত (২৫) পরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে হাইওয়ে থানা পুলিশ। লাশটি গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। পুলিশ জানায়, কালিয়াকৈর বাইপাস মোড়ে এলাকাবাসী তরুণীর লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশের ধারণা, অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে। হাতে-পায়ে ক্ষতচিহ্ন ছিল। সালনা হাইওয়ে থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু আলম জানান, দুপুরে ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরনে ছিল নীল বোরকা ও টিয়া রঙের পাজামা।