বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

বকেয়া বেতন দাবিতে মহাসড়ক অবরোধ

ভালুকা প্রতিনিধি

বকেয়া বেতন দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন অ্যাডভান্স টেক্সটাইল লি. নামক একটি কারখানার শ্রমিকরা। গতকাল সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় প্রায় ১ ঘণ্টা অবরোধ করে রাখেন তারা। পরে স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, হবিরবাড়ি ইউনিয়নের কাশর গ্রামে অবস্থিত অ্যাডভান্স টেক্সটাইল লিমিটেড নামের কারখানায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। এপ্রিল মাসের বেতন না দিয়ে টালবাহানা করে আসছিল কর্তৃপক্ষ। সবশেষ গতকাল বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু মিল কর্তৃপক্ষ আরও দুই দিন সময় চেয়ে সোমবার রাতেই মিলগেটে নোটিস টানিয়ে দেয়। এর প্রতিবাদে গতকাল অবরোধ করেন শ্রমিকরা। কারখানা ম্যানেজার (অ্যাডমিন) মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ জানান, ব্যাংকিং সমস্যার কারণে এপ্রিল মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি। আগামীকাল ১ জুন (বৃহস্পতিবার) বকেয়া বেতন পরিশোধ করা হবে।

সর্বশেষ খবর