জয়পুরহাটে একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে আবদুর রহমান (১৫) নামে এক মাদকাসক্ত স্কুলশিক্ষার্থী খুন হয়েছে। গতকাল সকালে পৌর শহরের গুলশান মোড়ে এন এ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে তাকে কুপিয়ে হত্যা করা হয়। সদর থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আবদুর রহমান সদর উপজেলার দিওর গ্রামের লদু মিয়ার ছেলে। সে জয়পুরহাট পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ওসি সিরাজুল ইসলাম জানান, মাদকাসক্ত আবদুর রহমানকে পরিবারের সদস্যরা দুই বছর আগে জয়পুরহাট শহরের গুলশান মোড় এলাকার এন এ মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি করিয়ে দেন। ওই মাদকাসক্ত কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে অজ্ঞাত সংখ্যক দুর্বৃত্ত আবদুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।
ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়। আধুনিক জেলা হাসপাতালে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর, ওই মাদকাসক্ত কেন্দ্রে ভর্তি থাকা আবু জাফর নামে একজন মাদকাসক্ত ঘটনার পর থেকে পলাতক রয়েছে, তাকে আটকের পর জিজ্ঞাসাবাদসহ তদন্ত শেষে রহমানের মৃত রহস্য জানা যাবে বলেও জানান ওসি।