শনিবার, ৩ জুন, ২০২৩ ০০:০০ টা

শেরপুরে ঐতিহ্যবাহী গরুদৌড়

শেরপুর প্রতিনিধি

শেরপুরে ঐতিহ্যবাহী গরুদৌড়

শেরপুর সদর উপজেলার চরশেরপুর হেরুয়া নিজপাড়ায় অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুদৌড়। এ প্রতিযোগিতা দেখতে শত শত দর্শক উপস্থিত হন। ধান কাটার পর পতিত মাঠে এ আয়োজন করেন স্থানীয় লোকজন। প্রায় হারিয়ে যাওয়া গরুদৌড় প্রতিযোগিতা দেখে খুশি দর্শনার্থী। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং বাঙালির ঐতিহ্য মনে ধারণ করাতেই এমন আয়োজন। প্রতিযোগিতায় চারটি মোটাতাজা ষাঁড়ের সঙ্গে একটি বড় মইজুড়ে দেওয়া হয়। চার গরুর এক মই ও দুজন ব্যক্তি নিয়ে গঠিত হয় একটি দল। এ রকম কয়েকটি দল অংশ নেয়। প্রতিযোগীরা জানান, বাপ-দাদার আমল থেকে তারা এ খেলায় যুক্ত। খবর পেলেই তারা প্রতিযোগিতায় অংশ নেন এবং মানুষকে বিনোদন দেন। এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা হবে ১২ জুন। ওই দিন খেলা ঘিরে এলাকায় মেলা বসবে।

সর্বশেষ খবর